চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খানের ইন্তেকাল
প্রফেসর ইফতেখার আহমদ খান

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমদ খানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা এবং বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর ইফতেখার আহমদ খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ৫৭ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

আজ রাত ১০টায় চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড প্রাঙ্গণে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল ১০টায় রাউজানের গহিরায় মেহের আলী খান চৌধুরী বাড়ির সংলগ্ন মোবারক খান খীল শাহী জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট