চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরির দায়ে এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের এক বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য পণ্য তৈরির সময় এই অভিযান পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় বেকারির মালিক মোহাম্মদ হাবিবকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ