চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আনোয়ারায় আইনজীবীর বাড়িতে গ্রিল ও তালা কেটে চুরি
ছবি-সংগৃহীত

আনোয়ারায় আইনজীবীর বাড়িতে গ্রিল ও তালা কেটে চুরি

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা :

২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৪০ অপরাহ্ণ

গ্রিল ও তালা কেটে সোমবার রাতে এক আইনজীবীর বাড়ি থেকে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উকিল বাড়িতে এই চুরি সংঘটিত হয়।

 

ভুক্তভোগী চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী মো. রাফিউল আলম জানান, ‘পেশাগত কারণে আমি পরিবারসহ চট্টগ্রাম শহরে বসবাস করি। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দা আবদুল হাকিম ফোন করে আমাকে জানান, আমার বাসার গ্রিল ও একাধিক কক্ষের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। খবর পেয়ে বাড়ি গিয়ে আমি চুরির বিষয়টি নিশ্চিত হই।’

 

চোরেরা নগদ টাকা, টেলিভিশন, পানির মোটরসহ আনুমানিক দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান আইনজীবী রাফিউল আলম।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট