চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে অপহৃত ৫ যুবক উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

টেকনাফে অপহৃত ৫ যুবক উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৪১ অপরাহ্ণ

টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় অপহৃত ৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় ২ অপহরণকারীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে বাহারছড়ার কচ্ছপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা থেকে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে আজ সকালে ৯ টায় দুই অপহরণকারীকেও আটক করা হয়।

 

উদ্ধার ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট