চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাহরাইনে মুনিরিয়া যুব তবলীগ কমিটির মাহফিল

বাহরাইন প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৫০ অপরাহ্ণ

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মাহফিল করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬৬ নম্বর বাহরাইন শাখা।

বাহরাইনের সালমাবাদ গালফ এয়ার ক্লাব হল রুমে ৬৬ নম্বর বাহরাইন শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মফজল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরীসহ বাহরাইন প্রেস ক্লাবের সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠেনর সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান বক্তা ছিলেন, বাহরাইন দূতাবাসের কর্মকর্তা মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন আযহারী।

বক্তব্য রাখেন- মুহাম্মদ আজিম উদ্দীন, মুহাম্মদ আরিফুল হোসেন নূরী, মুহাম্মদ নুরুল আজিম ও মুহাম্মদ জয়নাল হোসেন।

বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মুসলমানদের জন্য ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এটি অন্যতম। নবী করিম (দ.) আগমনে আরব সহ সারা বিশ্বে যে পরিবর্তন এবং বিপ্লব সংঘটিত হয়েছিল ও এ দিনে সকল অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল পৃথিবী , এই দিনে আল্লাহ তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন।
মিলাদ কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন