চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মিরসরাইয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, অর্থ ও মালামাল লুট

মিরসরাইয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, অর্থ ও মালামাল লুট

মিরসরাই সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরসরাই কলেজ রোডের টুকু মিয়া শপিং কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে।

 

চোরের দল সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের নগদ ৬০ হাজার টাকা ও জেন্টস আইটেম, সিয়াম এন্ড সিফাত স্পোর্টস, বিছমিল্লাহ কুলিং কর্ণারের সিগারেট নিয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি দোকানের তালা ভাঙার চেষ্টা করে।

 

সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের সত্বাধিকারী মো. শিফাত বলেন, ‘রবিবার আমি চট্টগ্রাম শহরে ছিলাম। আজ সকাল ৮টার দিকে একই মার্কেটে চুরি হওয়া বিছমিল্লাহ কুলিং স্টোরের স্বত্বাধিকারী করিম আমাকে ফোন দিয়ে বলেন, আমাদের দোকানে চুরি হয়েছে। এসে দেখি আমার দোকান খোলা অবস্থায় রয়েছে। বিষয়টি মার্কেটের জমিদারকে এবং বাজার কমিটিকে জানিয়েছি। চোরেরা চুরির আগে মার্কেটের সিসিটিভি এবং আমার দোকানের সিসিটিভির তার কেটে দিয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের এই মার্কেটে সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশন এবং সিয়াম এন্ড সিফাত স্পোর্টস নামে দুইটি দোকান রয়েছে। চোরের দল সিয়াম এন্ড সিফাত স্পোর্টসের তালা ভেঙে ভিতরে থাকা চাবি নিয়ে সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের তালা খুলে দোকানের ক্যাশ বক্সে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা, কিছু জেন্টস আইটেমসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।’

 

বিছমিল্লাহ কুলিং কর্ণারের সত্বাধিকারী মো. করিম বলেন, ‘সোমবার সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি সিগারেট, চায়ের দুধসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়। এতে আমার প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ না দিলেও লোকমুখে চুরির বিষয়ে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট