
চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট কলেজকে সরকারিকরণের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজকে সরকারি করার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সানুগ্রহ সম্মতি দিয়েছেন। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে কলেজটি সরকারি করার ঘোষণায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন ধরে কলেজটি সরকারি করার দাবি জানিয়ে আসছিলেন তারা।
নাজিরহাট কলেজ সরকারিকরণের এই উদ্যেগ এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সবাই।
এ বিষয়ে নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী (শাহীন) বলেন, ‘চিঠির বিষয়ে আমি জেনেছি। তবে এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। যেহেতু এটি ডাকযোগে প্রেরণ করা হয়েছে। আশাকরি আজ রবিবার হাতে পাব।’
পূর্বকোণ/পিআর