চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে খাল থেকে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার

টেকনাফে খাল থেকে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর খাল থেকে এক রোহিঙ্গা তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামার পাড়া খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত সাজেদা আক্তার (২০) উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিম উল্লাহর মেয়ে।

 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, লামার পাড়া খালে এক তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে খাল থেকে লাশটি উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। 

 

তিনি আরও জানান, গত এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানান স্বজনরা। তখন থেকে তার খোঁজ মিলছিল না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট