চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার বিলে

লোহাগাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিলে

লোহাগাড়া সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। পড়ার পর গাড়িতে থাকা যাত্রীরা নিজে নিজে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরে হাইওয়ে থানা পুলিশের সহায়তায় গাড়িটি খাদ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে শুধু স্বামী স্ত্রী ছাড়া কেউ ছিল না।

 

দোহাজারি হাইওয়ে থানার ইনচার্জ মাহাবুব আলম জানান, জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেকার দিয়ে গাড়িটি তুলে দেওয়া হয়েছে।গাড়ি ও মানুষের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট