
চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস ক্রস ফিলিং গুদামে সিলিন্ডার বিষ্ফোরণে দগ্ধ মাহবুবুর রহমান ভূঁইয়া (৪৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই গুদামের মালিক। এ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় আইনজীবী মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মাহবুবুর রহমানের গুদামে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়। তাতে গোডাউন মালিকসহ ১০জন দগ্ধ হন। গোডাউনটি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমানার মধ্যে অবস্থিত।
খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী বিভাগে ভর্তি করা হয়। তাদের মধ্যে গতকাল ইউসুফ ও ইদ্রিসের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অপর ৭ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পূর্বকোণ/পিআর