চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নোয়াখালীতে ২২ বছর আত্নগোপন থাকা সাজাপ্রাপ্ত  আসামি গ্রেপ্তার
ছবিতে গ্রেপ্তার হওয়া অসামি অজিউল্লাহ।

৩ বছরের সাজা থেকে বাঁচতে ২২ বছর আত্মগোপন, অবশেষে ধরা

কাপ্তাই সংবাদদাতা 

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি অজি উল্লাহকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বেগমগঞ্জ থানাধীন রামগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, আসামি একসময় চন্দ্রঘোনায় বসবাস করতেন। ৩ বছরের পরোয়ানা থাকায় তিনি ২২ বছর ধরে আত্মগোপনে চলে যায়। কাপ্তাই থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে। আজ আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, অজি উল্লাহ ২০০০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মাদকসহ আটক হন। পরে ২০০৯ সালে চট্টগ্রাম জেলার আদালত আসামি অজি উল্লাহর বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড দেন। সেই থেকে তিনি আত্মগোপনে চলে যান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট