চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ৯৩ হাজার জালটাকাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ৯৩ হাজার ৫’শ টাকার জালনোট ও দুইটি ওয়াকিটকিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

গ্রেপ্তার মো. আজিম (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আগুনশাইল এলাকার মৃত মাহবুল হকের ছেলে।

 

শনিবার (২০ সেফ্টেম্বর) নতুন রেলওয়ে স্টেশন ৭ নম্ব পার্কিংয়ের প্রবেশ মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. আজিম (৩০) ও মো. সোহাগ (৩৬)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। তিনি জানান, নতুন রেলওয়ে স্টেশন ৭ নম্ব পার্কিংয়ের প্রবেশ মুখের সামনে রাস্তা থেকে অভিযান চালিয়ে জালনোটসহ আজিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তার আসামি জানায়, ওই টাকাগুলো তার সহযোগী সোহাগের সহায়তায় জাল টাকার নোটের ব্যবসা করে থাকে এবং জব্দকৃত ওয়াকিটকির মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। তার দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট