
চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলের সাথে ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় রাব্বি (১৯) নামের অপর এক যুবকও আহত হয়ছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বারে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাজারের দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বারে ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো- শ- ১১-১৬৬৯) বাজারের দিকে যাচ্ছিল। এতে ভুল বোঝাবুঝিতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং চালক রাব্বি আহত হন। এদিকে ঘটনায় পরপরই চালক গাড়ি ফেলে পালিয়েছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
পূর্বকোণ/পিআর