
‘নো হ্যান্ডশেক’ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আজ আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই সময়ে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থদের সব ধরনের আলোচনা-সমালোচনা থেকে কান বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচে টসের সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার।
ম্যাচ শেষেও পাকিস্তানের কোচ ও খেলোয়াড়দের কারো সঙ্গে হাত মেলাননি ভারত দলের কেউ। এরপর জল গড়ায় বহুদূর। আজকের ম্যাচকে সামনে রেখে তাই পুরো ক্রিকেট বিশ্বের দৃষ্টি থাকবে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। ঘুরেফিরে আসছে হ্যান্ডশেক না করার প্রসঙ্গ। এর বাইরেও কথা হচ্ছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়েও। প্রথম সাক্ষাতে বিস্তর জলঘোলার পর আইসিসি তাকেই আজকের ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব দিয়েছে। এই কারণে পাকিস্তান দলও গতকাল তাদের নিয়মিত সংবাদ সম্মেলন বয়কট করে।
অন্যদিকে ‘নো হ্যান্ডশেক’ ইস্যুতে ভারত অধিনায়ক তার দলের খেলোয়াড়দের বার্তা দেন, নিজের রুমের দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমাও। আমার মনে হয়, এটাই সেরা উপায়। বোঝাই যাচ্ছে, আজকের ম্যাচটি মাঠে যতটা, বাইরে তার চেয়ে বেশি উত্তাপ ছড়াবে। মাঠের লড়াইয়ে পাকিস্তান দল চাইবে গ্রুপ পর্বে হারের বদলা নিতে। নিশ্চিতভাবে ভারত চাইবে তাদের জয়যাত্রাকে আরও সমৃদ্ধ করতে। কারণ, আজ ভারত জিতলে চলমান এশিয়া কাপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে সূর্যকুমার যাদবের দল। হাইভোল্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০টায়, সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি।
পাকিস্তান ব্যাটার ফখর জামান বলেন, গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালভাবে করতে চাই। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার ফোরে অব্যাহত রাখার কথা জানালেন ভারত ব্যাটার সঞ্জু স্যামসন। স্যামসন বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই পারফরমেন্স অব্যাহত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পাকিস্তান শক্তিশালী দল। আমাদের মাঠে সতর্ক থাকতে হবে।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২০ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ভারতের জয় ১১ বার ও পাকিস্তানের ৬ বার। ৩ ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ১০ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়।
পূর্বকোণ/ইবনুর