
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে সভা-সমাবেশ করার জন্য প্রশাসনের অনুমতি লাগবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সামজিক যোগাযোগের মাধ্যমে এ ঘোষণা দেন।
তিনি লিখেছেন, ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার উত্তর ফটিকছড়ির বৃহত্তম ব্যবসা কেন্দ্র। এছাড়াও খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগের জংশন বাজারটি। বিভিন্ন কারণে সড়ক বন্ধ করে সভা-সমাবেশ, মিছিল করার ঘটনা ঘটছে। এতে ব্যাবসা বানিজ্যের ক্ষতি ছাড়াও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ছে।
তিনি আরও লিখেন, এমতাবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হেঁয়াকো বাজার ও আশেপাশে যেকোনো সভা-সমাবেশ, মিছিল করার আগে জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতির অনুরোধ করা হচ্ছে।
পূর্বকোণ/ আরআর/পারভেজ