
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধ নেওয়ার এক দারুণ সুযোগ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি দেখায় বাংলাদেশের ৮ জয়ের বিপরীতে লঙ্কানরা জিতেছে ১৩ ম্যাচ। আর এশিয়া কাপে বাংলাদেশ মাত্র তিনবার শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে।
তবে এই তিনটি জয়ই বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস। কারণ, ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে যতবারই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, ততবারই তারা ফাইনাল খেলেছে। ২০১২ সালে লঙ্কানদের হারানোর পর ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালে মাশরাফি বিন মুর্তজার দলও ফাইনালে পৌঁছেছিল। আর সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল।
আজও সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। অতীতের পরিসংখ্যান অনুযায়ী, এই ম্যাচে টাইগাররা যদি লঙ্কানদের হারাতে পারে তাহলে হয়তো ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাবে তারা।
পূর্বকোণ/ আরআর/পারভেজ