চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ঝাঁকে ঝাঁকে বানর, ‘ছোঁ মেরে’ নিচ্ছে যাচ্ছে খাবার-জিনিসপত্র
কাপ্তাইয়ে বেড়েছে বানরের উৎপাত। ঘর-দোকানের চালে বানর

কাপ্তাইয়ে অতিষ্ঠ দোকানদার, এলাকাবাসী

ঝাঁকে ঝাঁকে বানর, ‘ছোঁ মেরে’ নিচ্ছে যাচ্ছে খাবার-জিনিসপত্র

কবির হোসেন, কাপ্তাই

২০ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

কাপ্তাইয়ের সর্বত্র বানরের তাণ্ডব। দোকান বা বাসাবাড়িতে কোন খাবার রাখতে পাড়ছেন না বানরের জ্বালায়। ওঁৎপেতে থাকে কখন দোকান ফাঁকা পায়, তখনই ‘ছোঁ মেরে’ নিয়ে যায় দোকানে বা বাসায় রাখা খাবার-জিনিসপত্র। দোকানের ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে দোকান পাহাড়া দেন। এদিকে বাসাবাড়িতে রাখা বিভিন্ন খাবারের জিনিস, গাছের ফল সব সাবাড় করে দিচ্ছে ঝাঁকে ঝাঁকে বানর।

 

শিল্প এলাকার গৃহিনী হালিমা ও কোহিনূর, ব্যবসায়ীরা জানান, বানরের জ্বালায় ঘর ও দোকানের টিন সব নষ্ট হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে বানরের দল টিনের উপরে উঠে নাচানাচি দৌড়াদৌড়ি করার কারণে ঘর ও দোকানের টিন নষ্ট হয়ে গেছে।

 

দোকান মালিক জাকির ও শাহিন জানান, বানরের যন্ত্রণায় দোকান করতে কষ্ট হচ্ছে, হাতে লাঠি নিয়ে বসে থাকতে হয়। এরা সুযোগ পেলেই ‘ছোঁ মেরে’ দোকান থেকে রুটি, কলা বিভিন্ন খাবার জাতীয় জিনিস নিয়ে চলে যায়। সুইডিশ মার্কেট হোটেল মালিক মো. জাহাঙ্গীর জানান- আমদের দোকান করতে কষ্ট হচ্ছে। বানরের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এদের থেকে আমরা রক্ষা পেতে চাই।

 

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বানর হল বন্যপ্রাণী, প্রাকৃতিক সম্পদ। এরা খাদ্যের সন্ধানে লোকালয়ে আসে। হাতির জন্য আমরা সোলার ফেন্স করেছি। কিন্তু এরা হল ছোট বন্যপ্রাণী গাছে গাছে থাকে, এদের তো এরকম করার কিছু নেই। আমাদের সকলের প্রয়োজন বন্যপ্রাণী রক্ষা করা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট