
চট্টগ্রমের-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত সোয়া আটটায় নয়াহাট গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাস দুটি ঈগল ও সৌদিয়া পরিবহনের বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর দুটি বাসই দুমড়ে-মুচড়ে মহাসড়কের মাঝখানে আটকে যায়। এতে ওই সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রানা জানান, দুই বাসের সংঘর্ষে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পটিয়া হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতরা হলেন, সাতকানিয়ার নাইম উদ্দিন (২২), লোহাগড়ার আলিফ (২২), রাঙ্গুনিয়ার সৌরভ (২৪), পটিয়ার জিরির মোহাম্মদ নগর এলাকার মানিক (২৩), লোহাগাড়ার প্রফেসর আহমদ কবির (৪৮), লোহাগাড়ার আসিফ (৩০), রাঙ্গুনিয়ার ইসফাকুল ইসলাম (২৪), পটিয়া ফকিরপাড়ার নাছির উদ্দিন (৪৫), বোয়ালখালীর আলী হায়দার (২৬), সাতকানিয়ার ইসমাইল (২৯), ডুলহাজারা মালুমঘাটের জালাল উদ্দীন (২৫), চকরিয়ার হারবাং এলাকার নুর বানু (১৮) এবং পটিয়ার উত্তর দেওয়াং এলাকার মানিক (২৩)
পূর্বকোণ/পারভেজ