চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে বাসচাপায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে বাসচাপায় নারীর মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট মাইজভাণ্ডার সড়কের দরবার কমিউনিটি সেন্টারের সামনে বাসচাপায় তুলসি দেবি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।

 

নিহত ওই নারী উপজেলার খিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ার বাসিন্দা মৃত পরিমল নাথের স্ত্রী।

 

নিহতের ছেলে মিন্টু নাথ জানান, ঘটনাস্থলের পাশে আমি পরিবার নিয়ে ভাডা বাসায় থাকি। আমার মা বাসায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী কায়েম আব্দুল্লাহ জানান, আমি দরবার থেকে জেয়ারত করে বাইক চালিয়ে বাসায় ফিরছিলাম। কমিউনিটি সেন্টারের সামনে দরবারমুখী বাসটি মহিলাকে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সড়কের উপরই মহিলার প্রাণ হারান। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তারা থানায় আসছে। পুলিশ আইননানুগ পন্থায় পরবর্তী পদক্ষেপ নেবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট