
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির ঘটনায় মোহাম্মদুল হক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে একদল দুর্বৃত্ত রশি টান দিয়ে ফাঁদ পেতে রাখে। এ সময় কক্সবাজার থেকে চকরিয়াগামী দুটি মোটরসাইকেলে করে চার যুবক ঘটনাস্থলে পৌঁছালে তারা রশিতে আটকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মুহূর্তেই ১০-১২ জন সশস্ত্র ডাকাত তাদের ঘেরাও করে এলোপাতাড়ি কুপিয়ে সর্বস্ব লুট করে পালিয়ে যায়।
পরবর্তীতে মহাসড়ক দিয়ে চলাচলকারী গণপরিবহনের চালক ও যাত্রীরা আহতদের সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উখিয়ার বাসিন্দা মোহাম্মদুল হক (৩৫) কে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে থানার একদল পুলিশকে ঘটনাস্থল পাঠালে তারা আহতদের হাসপাতালে নিয়ে আসে। সাথে সাথে আমি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাসসহ হাসপাতালে যায়। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
পূর্বকোণ/ইবনুর