
আক্রমাণত্মক ফুটবলে শুরু থেকে নেপালকে চেপে ধরলেন হুদা-অপুরা। বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে খুললো ম্যাচের ‘ডেডলক।’ দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে আরও দুই গোলে চালকের আসনে বসে গেল বাংলাদেশ। সহজ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলার পথে অনেকটাই এগিয়ে গেল গোলাম রব্বানী ছোটনের দল।
কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। তিন দলের এই গ্রুপে ৩ করে পয়েন্ট বাংলাদেশ ও নেপালের। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল নেপাল। গ্রুপের শেষ ম্যাচে শনিবার এখনও পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
পূর্বকোণ/আরআর