চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

শুধু সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুধু সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়: মঈন খান

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১২ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ ছাড়া কেবল সংস্কার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। গণতন্ত্রের মূল ভিত্তিই হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সিরডাপে ‘গণতান্ত্রিক পুনর্গঠন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘ভোটাররা যাকে ভোট দেবে, তারাই জয়ী হবে। এখানে কোনো সংঘাত বা সহিংসতার জায়গা নেই। তবে সব দল সংস্কারের বিষয়ে একমত হবে—এটা ভ্রান্ত ধারণা। প্রথাগত চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘প্রথাগত রাজনীতি করলে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। চলমান সংস্কার প্রক্রিয়ায়ও নতুন ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে।’

এ ছাড়া রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি, জ্বালানি, খাদ্য, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট