চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মাইক্রো ভাড়া করে চট্টগ্রামে আ.লীগের মিছিলে লোক এনে ধরা চকরিয়ার কফিল

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে চকরিয়া থেকে হায়েস (মাইক্রো) ভাড়া করে লোকজন আনার মূলহোতা কফিল উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কফিল উদ্দিনের বাড়ি ঢেমুশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

তিনি সাবেক মেম্বার আহমদ হোছনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, কফিল উদ্দিন চকরিয়া থেকে হায়েস ভাড়া করে লোকজন নিয়ে এসে মিছিলে অংশ নিয়েছিল। ঘটনার পর থেকে তাকে নজরদারিতে রাখা হয় এবং বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট