
যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই-ঢাকা-ভায়া সিলেট ফ্লাইটটি মঙ্গলবার রাত ১০টা থেকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রাউন্ডেড হয়ে আছে।
ফ্লাইটের ১৭৮ জন যাত্রীর মধ্যে ভিসার সমস্যা থাকায় ৩ জন যাত্রীকে এয়ারপোর্ট লাউঞ্জে এবং বাকী ১৭৫ জন যাত্রীকে হোটেলে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়ে আছে এবং আজ বুধবার রাতে ঢাকা থেকে বিমানের আরো একটি নিয়মিত ফ্লাইটে যন্ত্রাংশ আসার পর তা মেরামত করে রাতেই সিলেটের উদ্দেশে দুবাই ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে। ফ্লাইট বিলম্ব হওয়ায় নারী, শিশু, প্রবীণসহ নানা বয়সের যাত্রীরা দুর্ভোগের মধ্যে আটকা পড়ে আছেন।
উল্লেখ্য বিমানের এ ফ্লাইট গতকাল মঙ্গলবার ঢাকা থেকে দুবাইয়ে এসে অবতরণ করেছিল দুবাইর স্থানীয় সময় রাত ১০টা ১১ মিনিটে। এরপর নির্ধারিত সময়ে সকল যাত্রীকে বিমানে উঠানোর পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা জানান, দুবাইতে বিমানের ফ্লাইটটি নির্ধারিত সময়ে আকাশে উঠার প্রস্তুতি নেয়াকালে যান্ত্রিকত্রুটি ধরা পড়ায় তা গ্রাউন্ডেড রাখা হয়েছে। বিষয়টি বিমানের ঢাকা অফিসকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
পূর্বকোণ/পারভেজ