
খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ পর্যটক আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ২১ ব্যাচের ছাত্রী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১২ জন আহত হন। আহতরা সকলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। পর্যটকদের অভিযোগ ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দুর্ঘটনা ঘটে। এসব ক্ষতিয়ে দেখে ব্যাবস্থা নেয়ার দাবি করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
পূর্বকোণ/পিআর/এএইচ