চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

দোকানের গুঁড়ো দুধ চুরি: কাপ্তাইয়ে ২ আসামি গ্রেপ্তার

দোকানের গুঁড়ো দুধ চুরি: কাপ্তাইয়ে ২ আসামি গ্রেপ্তার

কাপ্তাই সংবাদদাতা

১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কেপিএম এলাকায় দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া মালামালও উদ্ধার করা হয়।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) আসামিদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার দু’জন হলেন- বারঘোনা ৭ নম্বর ওয়ার্ডের মৃত হারুন রশীদের ছেলে মো. মানিক হোসেন (২৫) ও ৬ নম্বর ওয়ার্ডের মো. বাবুল খানের ছেলে মো. হাসান (১৫)। তারা কেপিএম সিনেমা হল সংলগ্ন রাসেল স্টোর দোকানের পেছনে সাইড ভেঙে বিভিন্ন কোম্পানির গুড়ো দুধ চুরি করে।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, আসামিদের মালামালসহ গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের করে তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট