
চট্টগ্রামের ফটিকছড়ির পৌরসভার কাঞ্চননগর রাবারবাগানের আশ্রয়ণ প্রকল্পে এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জানে আলম (৫৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জানে আলম উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের মৃত বদু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া ২ নম্বর ওয়ার্ডে সরকারি আশ্রয়ণ প্রকল্পে (আদর্শ গ্রাম) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্য সদস্যরা বাইরে গেলে ভ্যানচালক জানে আলম ওই শিশুটিকে ফুসলিয়ে তার ৪৬ নম্বর ফাঁকা ঘরে নিয়ে যান। পরে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি কান্নাকাটি শুরু করলে ভয়ভীতি দেখিয়ে তাকে তার ২৮ নম্বর বসতঘরে ফিরিয়ে দেন। বিকেলে আয়েশার জ্বরে অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা বিষয়টি জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত জানায়। রাতেই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, মামলা দায়েরের পর আজ সকালে জানে আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ