
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া সাগর উপকূলের জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (পুলিশ সুপার) আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় অগ্নিদ্বগ্ধ শ্রমিকরা হলেন মো. দুলাল হোসেন, মো. হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. মুক্তার শেখ, মো. সহিদুর রহমান, মো. ফারুক, মো. দুলাল হোসেন ও মো. হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ডের জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে একদল শ্রমিক কাজ করার সময় অক্সি এসিটিলিন গ্যাস দাহ্য পদার্থের উপর পড়ে হটাৎ আগুন ধরে গেলে সেখানে কর্মরত ৮ শ্রমিক দ্বগ্ধ হন। ঘটনার পর ইয়ার্ড কর্তৃপক্ষ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ আরো জানায়, আহতদের মধ্যে ২ শ্রমিকের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং ৫ জনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন হটাৎ আগুনের ফুলকি থেকে কিছু শ্রমিক সামান্য দ্বগ্ধ হয়েছে। তবে তিনি বাইরে থাকায় বিস্তারিত জানাতে পারেননি।
সীতাকুণ্ড শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আহত শ্রমিকরা বর্তমানে দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইয়ার্ড কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে।
এ বিষয়ে জাহাজ ভাঙা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা এনজিও সংস্থা বিলসের কর্মকর্তা ফজলুল কবির মিন্টু বলেন, ‘যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। আমরা আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানাই।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো, ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন। ঠিক কি কারণে এ দুর্ঘটনা, কোন গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ