চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার
আরিফ হোসেন ওরফে সুমন।

রাঙ্গুনিয়ায় রুবেল হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রুবেল হত্যা মামলার আসামি মো. আমির হোসেন ওরফে সুমনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদর ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।‎ সুমন (৩৯) ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান ইউপি সদস্য। সে ১৫ নং লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. ইলিয়াছের ছেলে।

 

‎উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর ২০২৪ সালে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রুবেল নিহত হয়েছেন। ওই দিন রাত আড়াইটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামিয়াপাড়া (কুমারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন ধরে তিনি লালানগর ৫ নং ওয়ার্ডে তার শ্বশুরবাড়িতে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী কাজলী আকতার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন।

 

‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হত্যা মামলার আসামি  ও ইউপি সদস্য মো. আমির হোসেন প্রকাশ সুমন (৩৯) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট