
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রুবেল হত্যা মামলার আসামি মো. আমির হোসেন ওরফে সুমনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদর ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন (৩৯) ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান ইউপি সদস্য। সে ১৫ নং লালানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. ইলিয়াছের ছেলে।
উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর ২০২৪ সালে চোর সন্দেহে গণপিটুনিতে মো. রুবেল নিহত হয়েছেন। ওই দিন রাত আড়াইটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামিয়াপাড়া (কুমারপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বাড়ি চন্দ্রঘোনা বনগ্রাম হলেও দীর্ঘদিন ধরে তিনি লালানগর ৫ নং ওয়ার্ডে তার শ্বশুরবাড়িতে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী কাজলী আকতার বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেল হত্যা মামলার আসামি ও ইউপি সদস্য মো. আমির হোসেন প্রকাশ সুমন (৩৯) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ