চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

অংশ নেবেন দেশি-বিদেশি বহু গবেষক

সাউদার্ন মেডিকেল কলেজে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:২০ অপরাহ্ণ

স্বাস্থ্য-বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাউদার্ন মেডিকেল কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে‌ ‘SMCH Summit 2025’। দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে আগামী ৪ ডিসেম্বর সাউদার্ন মেডিকেল কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রথম দেশি ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কনফারেন্স লোগো, মোড়ক উন্মোচন, থিম উপস্থাপনা ও ব্যানার উন্মোচনের মাধ্যমে সম্মেলন অফিসিয়ালভাবে কার্যক্রম শুরু হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির সভাপতি সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, সাউদার্ন মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়ন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়ন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. অজয় দেব, চমেক অধ্যাপক এএসএম জাহেদ, অর্গানাইজিং কমিটির অন্যতম উপদেষ্টা অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মেডিকেল এডুকেশন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. মিনহাজুল আলমসহ কমিটির সকল সদস্য, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষে কলেজের উদ্যোগে অর্গানাইজিং কমিটি, পৃষ্ঠপোষক কমিটি, উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
এতে অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ বলেন, প্রথমবারের মতো সাউদার্ন মেডিকেল কলেজের উদ্যোগে দেশি ও আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করা হচ্ছে। তিনি এ সম্মেলনের সাফল্য ও সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট