চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় দুই লবণ মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি ২০ লাখ টাকা

পটিয়ায় দুই লবণ মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি ২০ লাখ টাকা

পটিয়া সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩৪ অপরাহ্ণ

পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকায় ‘পটিয়া সল্ট’ ও ‘জে.কে সল্ট’ নামের দুটি লবণ মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে মিলগুলোতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।

 

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পটিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রদীপ ত্রিপুরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

লবণ মিলের মালিক জসিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে মুহূর্তেই মিলের ভেতরের কাঁচামাল ও বেশিরভাগ যন্ত্রপাতি ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট