
চট্টগ্রামের রাউজানে সাবেক খাদ্য কর্মকর্তার বাড়িতে সম্পত্তি লুটের ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সদর ইউনিয়নে কেউটিয়া গ্রামে মরহুম আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় গ্রিলের তালা কেটে ঘরে ঢুকে আড়াই লাখ টাকার সম্পদ লুট করা হয়েছে।
পরিবারের সদস্য মুন্নী আকতার আজ (১৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের পরিবারের সকলেই চট্টগ্রাম শহরে থাকে। গ্রামের পাকা বাড়িটি তালাবদ্ধ ছিল। সে সুযোগে দু’একদিনের কোন এক সময় বাড়ির গ্রিলের দরজার তালা কেটে ঢুকে ঘরের সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। প্রতিবেশী মো. কামাল নামের একজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঘরে গিয়ে এই ঘরের সবকিছু তছনছ এবং লুটের বিষয়টি দেখতে পাই।
এব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন ‘এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
পূর্বকোণ/আরআর/পারভেজ