চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রোয়াংছড়িতে যুবক নিখোঁজ, পরিবারের দাবি হত্যা
ঘটনাস্থল নাদীর বালুচর থেকে রক্তমাখা বাঁশ ও কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে

রোয়াংছড়িতে যুবক নিখোঁজ, পরিবারের দাবি হত্যা

রোয়াংছড়ি সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৬ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে নিখোঁজ হওয়া এক যুবককে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজ অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নাতিনঝিরি পাড়ার বাসিন্দা মৃত ধল্যা তঞ্চঙ্গ্যার ছেলে।

 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নাতিনঝিরি পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মেদুক মারমার ভাড়া বাড়ির পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে। 

 

নিখোঁজের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, গতকাল রাতে আঁধারে সাড়ে ১১টার দিকে আমার ছেলে রোয়াংছড়ি বাজার থেকে ফেরার পথে কে বা কারা ভারী লাঠির আঘাতে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। আজ সোমবার সকালে আামার ছেলেকে খুঁজতে এসে দেখি রাস্তায় রক্ত পড়ে আছে ও সেখানে ধস্তাধস্তির চিহ্ন দেখা যাচ্ছে। আমার ছেলেকে হত্যার পর মৃত্যু নিশ্চিত করে নদীতে ভাসিয়ে দেয় বলে অভিযোগ করেন মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা।

 

রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক শুভ্রমুকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। সেখানে রাস্তায় প্রচুর রক্ত পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় কে বা কারা, তাকে হত্যা করেছে জানিনা। রাস্তায় মারার পর নাদীর ধারে বালুচরে টানাহেঁচরা করে নিয়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশ ও কাঠের টুকরা উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অমন্ত সেন তঞ্চঙ্গ্যাকে জীবিত ও মৃত না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট