
সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে ঘর ছেড়েছিলেন ১৮ বছর বয়সী এক তরুণী। তবে কক্সবাজারে এসে তার সেই স্বপ্নের জগত ভেঙে চুরমার হয়ে যায়। যখন তার প্রেমিক তাকে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে যায়। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের তাৎক্ষণিক সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বরগুনা জেলার বাসিন্দা হালিমা খাতুনের (ছদ্মনাম) সাথে নারায়ণগঞ্জের মো. রাকিবের (২০) ফেসবুকে পরিচয় হয়। সেই পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ সেপ্টেম্বর হালিমা নিজ বাড়ি থেকে পালিয়ে ঢাকায় আসেন এবং রাকিবের সাথে দেখা করেন। পরদিন তারা দুজনে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌঁছান। সকাল সাড়ে ৭টার দিকে তারা সুগন্ধা পয়েন্টে নামেন। একপর্যায়ে রাকিব তাকে সুগন্ধা সমুদ্র সৈকতের ‘কিটকটে’ বসিয়ে রেখে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, দুটি আংটি এবং কানের দুল কৌশলে নিয়ে পালিয়ে যায়।
হালিমার কাছ থেকে সবকিছু নিয়ে প্রতারক প্রেমিক চলে যাওয়ার পর তিনি বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে তিনি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের কাছে ছুটে গিয়ে ঘটনার বর্ণনা দেন। ট্যুরিস্ট পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয় এবং তার পরিবারের সাথে যোগাযোগ করে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, প্রতারক প্রেমিকের খপ্পরে পড়ে কক্সবাজারে আসা ওই মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতারক প্রেমিককে আইনের আওতায় আনতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে।
পূর্বকোণ/পিআর