
এপিক হেলথ কেয়ারে রক্তদানবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিক হেলথ কেয়ারের ব্লাডব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নাসরিন আক্তার।
সেমিনারে নিরাপদ রক্তদানের উপর গুরুত্বারোপ করে বলা হয়, “নিরাপদ রক্তদান শুধু মানবিক দায়িত্বই নয়, এটি অসংখ্য মানুষের জীবন বাঁচাতে কার্যকর ভূমিকা পালন করে। সচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদানে সকলকে এগিয়ে আসর আহ্বান জানানো হয়”।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রফেসর ডা. মো. রাশেদুল আলম। উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর টিএম হান্নান, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন এবং ডেপুটি ম্যানেজার কর্পোরেট বিজনেজ এন্ড ব্রান্ডিং ইমতিয়াজ শানু, সিনিয়র অফিসার সেলস এন্ড মার্কেটিং মো. ফয়সাল প্রমুখ।
পূর্বকোণ/এএইচ