
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটে সরাসরি ফ্লাইট বাড়াচ্ছে ওমানভিত্তিক সালাম এয়ার। বর্ধিত যাত্রীচাহিদায় সপ্তাহে আরও তিনটি ফ্লাইট চালু করছে ওমানের প্রথম কম খরচের এ বিমান সংস্থা।
চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যমুখী যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে এ রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করছে সংস্থাটি। ফলে চট্টগ্রামের যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে ও দ্রুত মাস্কাটসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পৌঁছাতে পারবেন।
জানা গেছে, এখন পর্যন্ত সালাম এয়ার প্রতিদিন একটি করে সপ্তাহে ৭টি ফ্লাইট পরিচালনা করছিল। নতুন সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহের শুক্রবার, সোমবার ও বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অতিরিক্ত ফ্লাইট যুক্ত হবে। নিয়মিত ফ্লাইট যথারীতি সকাল ৮টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে আরও তিনটি বাড়তি ফ্লাইট পরিচালনা করবে।
সালাম এয়ারের চট্টগ্রাম ব্যবস্থাপক রিজুয়ানুল ইসলাম বলেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় চট্টগ্রাম থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। এতদিন সাতটি ফ্লাইট চললেও এখন থেকে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালিত হবে।
এতদিন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাটে তিনটি বিমান সংস্থা যাত্রী পরিবহন করে আসছে। এরমধ্যে একটি আন্তর্জাতিক বিমান সংস্থা সালাম এয়ার। অন্য দুটি দেশীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ বিমান এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স।
এদিকে, গত ১০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-জেদ্দা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি বুধবারের একটি ফ্লাইট বন্ধ করেছে। অথচ এ রুটে যাত্রীর চাহিদা ব্যাপক। যাত্রীরা এখন সালাম এয়ারের মাস্কাট হয়ে জেদ্দা, কুয়েত ও দোহাসহ বিভিন্ন গন্তব্যে ট্রানজিটে যাচ্ছেন।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলেন, যাত্রী চাহিদা থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত বিমান ফ্লাইট কমাচ্ছে, এতে বিদেশি এয়ারলাইনস বাজারে নিজেদের জায়গা আরও শক্ত করছে।
হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, বিমানের ফ্লাইট কমানো দুঃখজনক হলেও সালাম এয়ারের ফ্লাইট বাড়ানো যাত্রীদের জন্য স্বস্তির খবর। এতে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
পূর্বকোণ/ইবনুর