চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারে রাস্তা দখল করে অবৈধ বাজার, চরম ভোগান্তি সাধারণের

কক্সবাজারে রাস্তা দখল করে অবৈধ বাজার, চরম ভোগান্তি সাধারণের

উখিয়া সংবাদদাতা

১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫১ অপরাহ্ণ

কক্সবাজারের শহীদ এটিএম জাফর আলম সড়কটি (কক্সবাজার-টেকনাফ সড়ক) অবৈধ পার্কিং আর ঝুপড়ি বাজারের দখলে চলে গেছে। সড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও  একই দুর্দশার চিত্র দেখা গেছে। 

 

সরেজমিনে দেখা গেছে, কোটবাজারে এক পাশে সারি সারি সিএনজি, অটোরিকশা ও ইজিবাইক, অপর পাশে ঝুপড়ি দোকান। একই চিত্র কুতুপালং, মরিচ্যা, বালুখালী, থাইংখালী ও পালংখালী বাজারেও।

 

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট সড়কে দোকান বসিয়ে প্রতিটি দোকান থেকে ১০০–২০০ টাকা এবং গাড়ি পার্কিং থেকে ২০–৫০ টাকা চাঁদা আদায় করছে। এই অর্থ দিয়ে প্রশাসনের একাংশকে ম্যানেজ করে তারা সড়ক দখল করছে। এর ফলে, রোহিঙ্গা ক্যাম্পের যানবাহন, স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং জরুরি রোগীবাহী গাড়ি ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। অনেক শিক্ষার্থী স্কুলে সময়মতো পৌঁছাতে পারছে না।ভোগান্তি আরও বেশি রাস্তায় দীর্ঘ সময় আটকে থাকা রোগী, বয়স্ক মানুষ ও সাধারণ যাত্রীদের জন্য।

 

শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, কুতুপালং এলাকায় আগের তুলনায় যানজট একটু কমেছে। কোটবাজার যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করি। তবে প্রশাসনের সমন্বয় ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানিয়েছেন, শীঘ্রই যৌথ অভিযান হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সড়ক দখলমুক্ত করা হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট