
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী মালবাহী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সোনাইছড়ির বার আউলিয়ার রেল লাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম তালুকদার (৬৭) ঢাকার দোহার থানার আব্দুস সালাম তালুকদারের পুত্র। সীতাকুণ্ডের শীতলপুর আবুল খায়ের স্টিল মিলের অবসরপ্রাপ্ত কর্মী তিনি।
ফৌজদারহাট রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্রনাথ মিত্র বলেন, দুপুরে রেললাইন থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের ঠিকানা শনাক্ত করা গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ। এই সময় মালবাহী একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ