চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে কক্সিয়ান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে কক্সিয়ান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম

১২ সেপ্টেম্বর, ২০২৫ | ১:৫৬ অপরাহ্ণ

সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে সাউদার্ন কক্সিয়ান সোসাইটি। কক্সবাজার জেলার শিক্ষার্থীদের ঐক্য, উন্নয়ন এবং সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত হয়েছে এ সংগঠন। শিক্ষার্থীদের কল্যাণের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এর প্রধান উদ্দেশ্য।

 

সংগঠনের সভাপতি ওয়াকিমুল হাসান ইফো বলেন, সাউদার্ন কক্সিয়ান সোসাইটি কেবল একটি ছাত্রসংগঠন নয়, বরং কক্সবাজারের শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখুক। বৃক্ষরোপণ, রক্তদান ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। আশা করি, আমাদের এই উদ্যোগ ভবিষ্যতে একটি মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।

 

শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে গঠিত এ সংগঠন । সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংগঠনের কার্যক্রম শুধু শিক্ষার্থীদের কল্যাণেই নয়, সমাজেও ইতিবাচক ভূমিকা রাখবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট