
চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার মিছিলে হামলার মামলার এজাহার নামীয় আসামি মো.সাদ্দামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নাম্নার ওয়ার্ডের আবদুল রাজ্জাকের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সাদ্দাম গত বছরের ৮ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলার এজাহার নামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/ইবনুর/এএইচ