
হাটহাজারী থানার ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যা মামলায় সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডের বিষয়ে চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ব্যবসায়ী মাসুদ কায়সার হত্যা মামলায় মো. সাজ্জাদ হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৯ আগস্ট হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকায় আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সাজ্জাদসহ পাঁচ আসামির বিরুদ্ধে মামলা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ