
খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় পাহাড়তলীতে বিসমিল্লাহ ফুড কারখানা সিলগালা। অবৈধ প্রক্রিয়ায় চিপস উৎপাদন ও অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। এছাড়া আরোও তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ।
মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, পাহাড়তলিতে বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস নামক একটি বেকারি প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় চিপস উৎপাদন ও অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় তাদের তিন লাখ টাকা জরিমানা ও সাময়িক সিলগালা করা হয়েছে।
অন্যদিকে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণ করায় দেওয়ানহাট এলাকায় ‘হোটেল সিটি আই’ কে ১০,হাজার টাকা এবং ‘মুসলিম হোটেল ও দরবার ভাতঘর’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফারিয়া মেডিকেলকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়
তিনি বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পারভেজ