চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে যুবককে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ি প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৪০ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে পুলিশের তালিকাভুক্ত আসামী মো. ময়নাল হোসেন ভুট্টু (৩৬)কে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে পানছড়ি সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালানাল গ্রামের জনৈক জাহাঙ্গীরের বাগানে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখমসহ ভুট্টোর দুই হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে। স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

 

পানছড়ি থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, মো. ময়নাল হোসেন ভুট্টুর বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র, দস্যুতা, চুরির মামলাসহ ১২টি মামলা রয়েছে। কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট