
চট্টগ্রামের ফটিকছড়িতে হঠাৎ করেই কর্মবিরতিতে পল্লী বিদ্যুতের প্রায় ২০০ লাইনম্যান ও কারিগরি কর্মকর্তা। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২ আওতাধীন আজাদী ও ফটিকছড়ি জোনাল অফিসের অধীনে থাকা নাজিরহাট ও দাঁতমারা সাব-জোনাল অফিসের কর্মীরা কর্মবিরতিতে অংশ নেন। কাজের সরঞ্জাম, অভিযোগ কেন্দ্র ও সাব-স্টেশনের মোবাইল ফোন, গাড়ির চাবি এবং গণছুটির ফরম জমা দিয়ে অফিস ত্যাগ করেন।
গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সময়মতো বিদ্যুৎ পাই না, কিন্তু প্রতি মাসে কখনো কম কখনো বেশি বিল দিতে হয়। বিদ্যুৎ না পেয়ে বারবার ফোন করলেও অফিস থেকে কেউ ফোন রিসিভ করে না। এখন আবার এভাবে আমাদের জিম্মি করে কর্মস্থল ত্যাগ করা মেনে নেওয়া যায় না।
আজাদী বাজার জোনাল অফিসের ডিজিএম বজন কুমার জানান, আন্দোলনের নামে যা হচ্ছে তাতে আমার সম্মতি নেই। দেশের জনগণকে জিম্মি করে কোন আন্দোলন সফল হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এ ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পূর্বকোণ/আরআর/পারভেজ