
নোয়াখালীর চরজব্বরে চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘাতক স্বামী মো. ইউসুফ চরজব্বরের আবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বিল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ