চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে দোকান ও বাসা বাড়িতে বাড়ছে চুরি
চুরির পর দোকানের মালামাল এলোমেলো পড়ে আছে

কাপ্তাইয়ে দোকান ও বাসা বাড়িতে বাড়ছে চুরি

কাপ্তাই সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই ৪ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সুইডিশ মার্কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত-রাতে (১০ সেপ্টেম্বর) শিল্প এলাকার পার্শ্ববর্তী সুইডিশ মার্কেটের আজাদ স্টোরে পিছনের দিক ভেঙে দোকানের মূল্যবান  জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল।
দোকান মালিক আজাদ জানান, সকালে দোকান খুলতে এসে দেখেন মালামাল এলোমেলো পড়ে আছে। ক্যাশ বাক্সে রাখা টাকা ও দামি সিগারেট নিয়ে গেছে। খোয়া যাওয়া জিনিসপত্রের মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানান। তিনি আরও জানান, গত কয়েক সপ্তাহ আগে শিল্প এলাকার মনসুর নামে এক ঠিকাদারের  বাসায় চুরি হয় এবং চোর চক্র ঘরের টাকা,স্বর্ণালংকার, ল্যাপটপ, সিসিক্যামেরার কার্ড, এলইডি টিভিসহ  ফ্রিজে রাখা ৭ কেজি গরুর মাংস চের চক্র চুরি করে নিয়ে যায়। কিছু দিন পরে চুরির কিছু  মালামাল ফেরত পেয়েছেন বলে মনসুর জানান। ঘর চুরি ও মালামাল ফেরত দেয়ার পর হতে ঠিকাদার মনসুর রহস্যজনক কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে এলাকাবাসী জানান। মনসুরকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে এলাকাবাসী উল্লেখ করেন।
কাপ্তাই উপজেলায় সর্বত্র চুরি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গ্যাসের চুলাসহ হাড়িপাতিল চুরি করছে। একের পর এক চুরি হওয়ার ফলে এলাকার লোকজন আতংকে দিন কাটছে। কাপ্তাই ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, তার বাসার পাশে পানির টাংকির ঢাকনা চুরি করে নিয়ে যায়। এদের ধরার জন্য একটি কমিটি করার কথা জানান।
কাপ্তাই ৪ নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, একের পর এক চুরির ঘটনা ঘটেছে ।তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে থাকা এক পরিবারের বাসা হতে গ্যাসের চুলা চোরচক্র নিয়ে গেছে বলে জানান। এদের দমন করার জন্য সেনাবাহিনীর ও পুলিশসহ যৌথবাহিনীর অভিযানের কথাও জানান তিনি।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এএসআাই মামুন মিয়া জানান,আমরা কিছুদিন আগেও ৫/৬ জন চোরকে ধরে রাঙামাটি আদালতে সোপর্দ করেছি। কিভাবে আবার দ্রুত জামিনে আসল আমরা তা জানি না। তবে আজাদের দোকানে চুরির ঘটনা শুনে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ স্যারসহ আমরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছি। এলাকার ৭০ উর্ধ্ব বৃদ্ধ আবু ইউসুফ জানান, আমরা চোরের কারণে আতংকে আছি। তিনি  এসকল বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট