চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

ঈদে মিলাদুন্নবী উদযাপন (সা)

রোটারি ক্লাব চিটাগাং খুলশী সেন্ট্রালের খাদ্য বিতরণ কদম মোবারক এতিমখানায়

বিজ্ঞপ্তি

৯ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:০৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের উদ্যোগে কদম মোবারক মুসলিম এতিমখানায় গত ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ৩০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট মো. এরশাদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আহমেদ জামাল নাসের চৌধুরী, পিপি মোহাম্মদ মহিউদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ সাই-ফুদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম নান্টু, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মো. সেলিম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, এতিমখানার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, মহানবী (সা.)’র জীবনাদর্শ হৃদয়ে ধারণ ও অনুসরণ করে মানসিক শান্তি অর্জন ও সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। ঈদ-ই-মিলাদুন্নবী (সা) মহিমায় উদ্ভাসিত হয়ে এতিম শিশুদের প্রতি মানবিক সহযোগিতা করা নৈতিক দায়িত্ব।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট