
চট্টগ্রামের আকবর শাহ থানার আলোচিত ৫ মাছ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি পিকআপ চালক সিয়াম খানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৯ সেপ্টম্বর) র্যাব-৭ এবং র্যাব-১১ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিয়াম খান বরিশাল সদরের আস্তাকাঠি এলাকার ইউসুফ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত সিয়াম খানকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার বিসিক এলাকা থেকে ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারের পর যথাযথ আইনানুগ গ্রহণের জন্যে আকবরশাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ১৮ আগস্ট ঢাক-চট্টগ্রাম মহাসড়কের আকবর শাহ সিটি গেট এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়। পরে এই ঘটনায় পিকআপ চালকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
পূর্বকোণ/পিআর