
পটুয়াখালী থেকে কক্সবাজারের চাঞ্চল্যকর টমটম চালক সোহেল হত্যা মামলার প্রধান সহযোগী মোহাম্মদ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনসুর আলম ওরফে ধলাইয়ার জবানবন্দির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) র্যাব-৭ এবং র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট সোহেল প্রতিদিনের মতো তার টমটম নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন, ৩ আগস্ট রামু থানার রশিদনগর ইউনিয়নের একটি নালা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার পরিবার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ