চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বালুমহালে অভিযান, দুটি ড্রেজার মেশিনসহ দীর্ঘ পাইপ জব্দ
ফটিকছড়িতে প্রশাসনের অবৈধ ড্রেজারবিরোধী অভিযান

পূর্বকোণে সংবাদ প্রকাশের জের

বালুমহালে অভিযান, দুটি ড্রেজার মেশিনসহ দীর্ঘ পাইপ জব্দ

ফটিকছড়ি সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:১৬ অপরাহ্ণ

২০০ বছরের পুরোনো কবরস্থান নদীগর্ভে বিলীন হওয়ার খবরে ফটিকছড়িতে বালুমহালে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং ড্রেজার মেশিনগুলো খালের স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সংগীয় জনবল ও এলাকাবাসীর সহায়তায় দুইটি ড্রেজার উদ্ধার করা হয়। পরে ড্রেজারগুলো বিকল করে দেওয়া হয় এবং প্রায় পাঁচশ মিটার পাইপ ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

 

এর আগে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার ফলে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ে পল্লান পাড়া এলাকার ২০০ বছরের পুরোনো কবরস্থানসহ ভিটেমাটি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে মর্মে দৈনিক পূর্বকোণে নিউজ প্রকাশ হলে উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন এবং অভিযানের পরিকল্পনা করেন।

 

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট